ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলায় ব্যাপক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা তা সত্ত্বেও হুঁশ নেই মানুষজনের। ঝাড়গ্রাম জেলায় একদিনে ১০৬ জন করোনায় আক্রান্ত,গত ৩ মে পর্যন্ত লালারস নমুনা সংগ্রহ করা রিপোর্ট অনুযায়ী ৪ মে রাজ্য স্বাস্থ্যদপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী ঝাড়গ্রাম জেলায় একদিনে নতুন করে ১০৬ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে।এখনও পর্যন্ত জেলায় মোট ৪০৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৩ জনের।তা সত্ত্বেও করোনা পরিস্থিতিকে তোয়াক্কা না করেই বুধবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম পৌরসভার পাইকারি সবজি বাজারে একশ্রেণীর মানুষ মাস্ক ছাড়াই যেভাবে ভিড় জমিয়েছেন তাতে একদিকে যেমন করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন শহরবাসী।অন্যদিকে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের নজরদারি না থাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ঝাড়গ্রাম শহরের একাংশ।