Breaking
23 Dec 2024, Mon

তৃণমূলের বিপুল জয়ে সবুজ আবির মেখে আনন্দে মাতলেন ঝাড়গ্রাম পেপার মিলের শ্রমিকরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে রবিবার তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতায় এসেছে। ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছে। তাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ও ঝাড়গ্রাম জেলার বাসিন্দাদের এবং তৃণমূল কংগ্রেসের চার জন নির্বাচনী বিধায়কদের অভিনন্দন জানিয়ে সোমবার সকালে সবুজ আবির মেখে আনন্দে মেতে উঠলেন ঝাড়গ্রাম শহরের ইউনি গ্লোবাল পেপার মিলের শ্রমিকরা। ওই পেপার মিলের শ্রমিক সঞ্জয় মালি বলেন, এই জয় বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে জয়। এই জয় খেটে খাওয়া মানুষের জয়। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। এই জয় বাংলার মানুষের জয়। তাই ঝাড়গ্রাম পেপার মিলের প্রায় ৫০০ জন শ্রমিক আমরা একে অপরকে সবুজ আবির মাখিয়ে আনন্দ উপভোগ করেছি। করোনা পরিস্থিতির জন্য বিজয় মিছিল করা যাবে না। তাই পেপার মিলের গেটের সামনেই আমরা একে-অপরকে সবুজ আবির মাখিয়ে বিধানসভা নির্বাচনের জয় এর জন্য আনন্দ করেছি বলে পেপার মিলের শ্রমিকরা জানান। সেই সঙ্গে ওই পেপার মিলের শ্রমিকরা বলেন আগামী দিনে এই পেপার মিলে তৃণমূলের শ্রমিক সংগঠন ছাড়া অন্য কোন রাজনৈতিক শ্রমিক সংগঠনের কোন অস্তিত্ব থাকবে না।

Developed by