Breaking
23 Dec 2024, Mon

আংশিক লকডাউনে ঝাড়গ্রামে সক্রিয় পুলিশ,পুলিশের ভূমিকায় খুশি সাধারণ মানুষ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য রাজ্য প্রশাসনের পক্ষ থেকে রাজ্যজুড়ে শনিবার থেকে আংশিক লকডাউন শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৭ টা থেকে ১০ টা এবং বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই সঙ্গে রেস্তোঁরা,শপিং মলের মতো বেশ কিছু দোকান অনির্দিষ্ট কালের জন্য লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। তাই আংশিক লকডাউন সফল করতে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে শনিবার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় ।ঝাড়গ্রাম শহরের কোর্ট রোড, জুবলি মার্কেট, পাঁচ মাথার মোড়, কলেজ মোড় সহ বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল পুলিশ। পুলিশের পক্ষ থেকে সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হয়। রাজ্য প্রশাসন এর নির্দেশ যদি কোন ব্যবসায়ী অমান্য করেন তাহলে ঐ ব্যবসায়ীর দোকান সিল করে দেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে জাতীয় বিপর্যয় আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে করোনা নিয়ে সচেতন হওয়ার আবেদন জানানো হয়। সেই সঙ্গে মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়। পুলিশ আংশিক লকডাউন সফল করতে সক্রিয় হওয়ায় খুশি ঝাড়গ্রাম শহরের বাসিন্দাদের পাশাপাশি ঝাড়গ্রাম জেলার সর্বস্তরের সাধারণ মানুষ।

Developed by