Breaking
23 Dec 2024, Mon

করোনা পরিস্থিতির জেরে ঝাড়গ্রাম রেলস্টেশন এলাকার সব্জী বাজার সরিয়ে অন্যত্র বসানো হল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দিন দিন যেভাবে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা ঝাড়গ্রাম জেলা জুড়ে বেড়ে চলেছে তা নিয়ে যথেষ্ট চিন্তায় পড়েছেন ঝাড়গ্রাম জেলার স্বাস্থ্য দপ্তর থেকে জেলা প্রশাসনের আধিকারিকরা।করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে মৃত্যুর ঘটনা ও ঘটে চলেছে ঝাড়গ্রাম জেলাজুড়ে।তাই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য ঝাড়গ্রাম জেলা প্রশাসনের নির্দেশে ঝাড়গ্রাম রেল স্টেশন এলাকার সবজি বাজার শুক্রবার সরিয়ে নিয়ে গিয়ে ঝাড়গ্রাম পৌরসভার সেলফি পার্কের সামনে বসানো হলো। ঝাড়গ্রাম সবজি বাজারে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় হয়। ওই রেলস্টেশন চত্তরের সবজি বাজারে মানা হতো না সামাজিক দূরত্ব। তাই করোনা পরিস্থিতির জন্য ঝাড়গ্রাম এর সব্জী ব্যবসায়ীদের সাথে কথা বলে ঝাড়গ্রাম পৌরসভার অন্যত্র সব্জী বাজার বসানো হয়েছে। ওই অস্থায়ী সব্জী বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসায়ীদের ব্যবসা করার নির্দেশ দেওয়া হয়েছে।সেই সঙ্গে সকলকে মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ব্যবসায়ী দের ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। এছাড়াও ওই বাজারে আসা ক্রেতাদের মুখে মাস্ক ব্যবহার করার পাশাপাশি প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার নির্দেশ দেওয়া হয়েছে।সেই সঙ্গে সবজি বাজার কমিটির সদস্যরা ঝাড়গ্রাম পৌরসভার কাছে আবেদন জানান স্থান পরিবর্তন হওয়ায় নতুন অস্থায়ী সবজি বাজার যেখানে শুরু হয়েছে ওই এলাকায় একটি ড্রেন বেহাল অবস্থায় পড়ে রয়েছে।ওই ড্রেনে জমা জলের উপর নোংরা আবর্জনা ভর্তি থাকায় জন্মাচ্ছে মশা ছড়াচ্ছে দুর্গন্ধ।তাই ওই ড্রেনটি পরিষ্কার করার ও ফিনাইল দেওয়ার ব্যবস্থা করতে হবে।তবে ঝাড়গ্রাম পৌরসভা ও ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসনের এই উদ্যোগে খুশি ঝাড়গ্রাম শহরবাসীরা।

Developed by