Breaking
23 Dec 2024, Mon

ঢেড়া পিটিয়ে করোনা নিয়ে সচেতনতা প্রচার শিলদা এলাকায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দিন দিন হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ঝাড়গ্রাম জেলা জুড়ে। তাই করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আনার জন্য ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ ব্লকের শিলদা এলাকায় ঝাড়গ্রাম জেলা প্রশাসনের নির্দেশে বিনপুর থানার উদ্যোগে এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের সহযোগীতায় শুক্রবার ঢেড়া পিটিয়ে করোনা নিয়ে সচেতনতা মূলক প্রচার করা হয়। ঢেড়া পিটিয়ে ওই এলাকার সবাইকে মাস্ক ব্যবহার করার ও সামাজিক দূরত্ব মেনে চলার আবেদন জানানো হয়। সেই সঙ্গে বলা হয় যদি কেউ ওই আবেদন না শুনেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। ওই এলাকার স্থানীয় পঞ্চায়েত প্রধানের পক্ষ থেকে জানানো হয় বিগত ৩-৪ দিনে ধরে এইভাবে প্রচার করা হচ্ছে। আগামী দিনেও এইভাবে প্রচার চলবে। যেহেতু এখনো ঝাড়গ্রাম জেলার বিভিন্ন গ্রামে গঞ্জে ঢেড়া পিটিয়ে মিটিং,মিছিল বা গ্রামের সভার আয়োজন করা হয়। তাই ওই এলাকার একশ্রেণীর মানুষের অনুমান এইভাবে ঢেড়া পিটিয়ে করোনা নিয়ে সচেতনতা মূলক প্রচার করলে ভালো প্রভাব পড়বে গ্রামগুলিতে।তবে এইভাবে করোনা নিয়ে সচেতনতার প্রচার হওয়ায় খুশি ওই এলাকার বাসিন্দারা।বিনপুর থানার পুলিশের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে করোনা নিয়ে সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছে।সেই সঙ্গে বেশি মানুষের জমায়েত ও নিষিদ্ধ করা হয়েছে।

Developed by