Breaking
23 Dec 2024, Mon

শিলদার সব্জী বাজার করোনার জন্য সরিয়ে অন্যত্র বসানো হল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ঝাড়গ্রাম জেলা জুড়ে।তাই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার শিলদার সবজি বাজার বুধবার থেকে শিলদা থেকে সরিয়ে শিলদার নীলকুঠির মাঠে বাজার বসালো বিনপুর থানার পুলিশ। শিলদা বাজারে বহু মানুষের সমাগম হয়।তাই করোনা পরিস্থিতির জন্য শিলদার সব্জী ব্যবসায়ীদের সাথে কথা বলে স্থানীয় নীল কুঠির মাঠে শিলদার সব্জী বাজার বসানো হয়েছে। ওই অস্থায়ী সব্জী বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসায়ীদের ব্যবসা করার নির্দেশ দেওয়া হয়েছে।সেই সঙ্গে সকলকে মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিনপুর থানার পুলিশ ব্যবসায়ী দের জানিয়েছেন। এছাড়াও ওই বাজারে আসা ক্রেতাদের মুখে মাস্ক ব্যবহার করার পাশাপাশি প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার নির্দেশ দেওয়া হয়েছে।বিনপুর থানার পুলিশের এই উদ্যোগকে শিলদা এলাকার বাসিন্দারা স্বাগত জানিয়েছেন।

Developed by