Breaking
23 Dec 2024, Mon

করোনা পরিস্থিতি নিয়ে বিনপুর থানার উদ্যোগে সচেতনতা প্রচার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্কন: ঝাড়গ্রাম জেলা জুড়ে হু হু করে করোণা সংক্রমণে আক্রান্তর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে করোণা সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে। তাই ঝাড়গ্রাম জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলা জুড়ে ঝাড়গ্রাম জেলার প্রতিটি থানা এলাকায় করোনা নিয়ে মানুষকে সচেতন করার জন্য মাইকিং করে সচেতনতা মূলক প্রচার করা হচ্ছে। বুধবার ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার পুলিশের পক্ষ থেকে বিনপুর থানার প্রতিটি এলাকায় মাইকিং করে করোনা নিয়ে মানুষকে সচেতন হওয়ার আবেদন জানানো হয়। সেই সঙ্গে প্রতিটি মানুষকে মুখে মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকে একসঙ্গে বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে করোনা পরিস্থিতির জন্য যাতে সকলেই সুস্থ থাকে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাই সর্বস্তরের মানুষকে করোনা নিয়ে সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছে। মাস্ক ব্যবহার না করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে বলে মানুষ কে সতর্ক করে দেওয়া হয়েছে।

Developed by