ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : গ্রীষ্মের প্রচণ্ড গরমে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকা একেবারে শুনশান। প্রচণ্ড গরমের ফলে জঙ্গলে থাকতে পারছেনা হাতি। তাই জঙ্গল থেকে বেরিয়ে এসে আমবাগানে আশ্রয় নিয়েছে একটি দাঁতাল হাতি। আর আম গাছের নিচে ছায়ায় হাতি টি বিশ্রাম নিচ্ছে। তবে হাতি টি ওই এলাকার কোথাও কোনো তাণ্ডব চালায় নি। যা দেখে অবাক ঝাড়গ্রাম জেলার গড় শালবনি এলাকার বাসিন্দারা। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড়শালবনী গ্রামে আম বাগান রয়েছে বেশ কয়েকটি। ওই আমবাগানে প্রায় দলমা থেকে আসা হাতির দল আনাগোনা করত। বুধবার দুপুরে প্রচন্ড গরমের জন্য বিশ্রাম নিতে একটি হাতি আম বাগানে চলে আসে। আম গাছের তলায় দাঁড়িয়ে থাকে। যেভাবে অন্যান্য হাতি গুলি মানুষকে তাড়া করতো ও লোকালয়ে গিয়ে তাণ্ডব চালাতে সেভাবে ওই হাতিটিকে দেখা যায়নি। শান্তশিষ্ট ভাবে আম গাছের ছায়ায় হাতিটি বিশ্রাম নিচ্ছে। যা দেখে খুশি ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনি এলাকার বাসিন্দারা।