ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বুধবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের গোহালমারা এলাকায় মাধুকরী সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে করোনা নিয়ে সচেতনতা মূলক প্রচার ও মাস্ক বিতরণের আয়োজন করা হয়। করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউতে ঝাড়গ্রাম জেলা জুড়ে হু হু করে বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা।তাই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে যেমন সচেতনতামূলক প্রচার করা হচ্ছে। তেমনি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও সচেতনতা মূলক প্রচার করা হচ্ছে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে। সে রকমই এদিন গোপীবল্লভপুর ২ ব্লকের মাধুকরী সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে গোহালমারা এলাকায় করোনা নিয়ে সচেতনতা মূলক প্রচার করা হয়।সেইসঙ্গে পথ চলতি মানুষজন থেকে এলাকার বাসিন্দাদেরও যাদের মাস্ক নেই তাদের হাতে মাস্ক তুলে দেওয়া হয় ওই সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে।ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধী, গোপীবল্লভপুর ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কালিপদ সুর,এবং ওই মঞ্চের সদস্য শিব পানিগ্রাহী, বিশ্বজিৎ পাল,সহ আরো অনেকে। মঞ্চের পক্ষ থেকে সুদীপ পালোধী বলেন, দিন দিন যেভাবে ঝাড়গ্রাম জেলা জুড়ে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে তা নিয়ন্ত্রণে আনতে হলে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে এবং সেই সঙ্গে তিনি শারীরিক দূরত্ব মেনে চলারও আবেদন জানান।