Breaking
23 Dec 2024, Mon

গোঁফে রঙ করেছি তাই মাস্ক পরিনি ঝাড়গ্রামে নাকা চেকিং এর মুখে পড়ে পুলিশকে বললেন এক ব্যক্তি!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসন মাস্ক পরা নিয়ে নাকা চেকিং শুরু করেছে। রবিবার ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে পুলিশের পক্ষ থেকে নাকা চেকিংয়ের কাজ করা হয়। মানুষজন মাস্ক ব্যবহার করছে কিনা তা খতিয়ে দেখতে ওই নাকা চেকিং বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়। যাদের মুখে মাস্ক ছিল না তাদের পুলিশের পক্ষ থেকে মাস্ক দেওয়া হয়। সেই সঙ্গে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক বলে তাদের জানিয়ে দেওয়া হয়। যদি এরপর কেউ মাস্ক ব্যবহার না করে রাস্তায় চলাচল করে তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। যখন পুলিশ ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে নাকা চেকিংয়ের কাজ করছে সেই সময় বাইক চালিয়ে এক ব্যক্তি আসে। সেই ব্যক্তির মুখে মাস্ক ছিলনা। তাকে দাঁড় করিয়ে পুলিশ জিজ্ঞাসা করেন আপনি মাস্ক পরেননি কেনো। ওই ব্যক্তি পুলিশকে জানায় আমি গোঁফে রং করেছি তাই মাস্ক থাকলেও তা ব্যবহার করতে পারছি না। কিন্তু পুলিশ তাকে বাধ্য করায় মাস্ক পরতে এবং তাকে জানিয়ে দেওয়া হয় মাস্ক ছাড়া রাস্তায় বের হলে এর পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাই রবিবার সকাল থেকেই ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড় সহ বিভিন্ন এলাকায় ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে নাকা চেকিংয়ের কাজ করা হয়। নাকা চেকিংয়ের ফলে যারা এতদিন মাস্ক ব্যবহার করত না তারাও মুখে মাস্ক ব্যবহার করতে শুরু করেছে। করোনা নিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে চলার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বাড়ি থেকে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। যদি কেউ মাস্ক ব্যবহার না করেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের এই কড়া মনোভাবে খুশি অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা। যেভাবে করোণা সংক্রমণে আক্রান্তর সংখ্যা ঝাড়গ্রামে বাড়ছে তাতে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। তাই ঝাড়গ্রাম জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর একসঙ্গে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য ঝাড়গ্রাম জেলা জুড়ে কাজ শুরু করেছে বলে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

Developed by