ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার পুলিশের উদ্যোগে রবিবার গোপীবল্লভপুর ২ ব্লকের ফেঁকো মোড়ে করোনা নিয়ে মাইকিং করে সচেতনতা প্রচার করা হয়। সেই সঙ্গে পথচলতি মানুষজন থেকে এলাকাবাসীদের মাস্ক বিতরণ করা হয়।ঝাড়গ্রাম জেলা জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন হু হু করে বাড়তে শুরু করেছে। যার ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে জেলা স্বাস্থ্যদপ্তর থেকে পুলিশ প্রশাসনেরও।তাই প্রতিনিয়ত জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাইকিং করে প্রচার করা হচ্ছে সেইসঙ্গে যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক দেওয়া হচ্ছে।সেইমতো রবিবার বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধীর নেতৃত্বে পুলিশকর্মীরা মাইকিং করে ফেঁকো মোড়ে সমস্ত জনসাধারণকে করোনা নিয়ে সচেতন হওয়ার বার্তা দেন।ওই এলাকার বাসিন্দা থেকে পথচলতি মানুষজনকে বেলিয়াবেড়া থানার পুলিশ আধিকারিক সুদীপ পালোধী বলেন ওই এলাকার ক্রেতা বিক্রেতা ও সমস্ত জনসাধারণকে মাস্ক ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। সেই সঙ্গে সামাজিক দূরত্ব মেনে চলার তিনি আবেদন জানান। তিনি আরো বলেন যে আপনারা করোনা নিয়ে আতংকিত হবেন না।আপনারা করোনা নিয়ে নিজে সচেতন হবেন এবং অপরকে সচেতন করবেন। মাস্ক ছাড়া কেউ বাড়ি থেকে বের হবেন না,এক সঙ্গে বেশি মানুষ জমায়েত করবেন না।