Breaking
24 Dec 2024, Tue

বিবাহ বার্ষিকীতে মানবিক নজির গড়লেন গোপীবল্লভপুরের এক দম্পতি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সপ্তম বিবাহ বার্ষিকতে মানবিক নজির গড়লেন গোপীবল্লভপুরের এক দম্পতির। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার লালবাজার গ্রামের বাসিন্দা সুব্রত সিংহ রবিবার তার সপ্তম বিবাহ বার্ষিকী উপলক্ষে গোপীবল্লভপুরের গোয়াবাগ গ্রামের ১৫০ জন দুঃস্থ বাচ্চা ও ১০০ জন মহিলা কে নতুন শাড়ী,জামাকাপড় ,মাস্ক ,সাবান ও চকলেট, বিস্কুট তুলে দিয়ে মানবিক নজির গড়লেন জামবনি ব্লকের চিচড়া হাইস্কুলের ক্লার্ক সুব্রত সিংহ ও তাঁর স্ত্রী। সুব্রত সিংহ গতবছর লকডাউনে বিবাহ বার্ষিকর দিনে গোপীবল্লভপুর হাসপাতালে রোগীর পরিজন দের দুপুরের খাবারের আয়োজন করেছিলেন।এবছর বিবাহ বার্ষিকীতে আবার ও মানবিক উদ্যোগ দেখালেন গোপীবল্লভপুর এর ওই দম্পতি। সুব্রত সিংহ বলেন বর্তমান এই কঠিন পরিস্থিতিতে বিবাহ বার্ষিকীতে আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করার চেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো দরকার । তাই গত বছরের মতো এ বছরও আমি আমার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামী দিনে এভাবেই তিনি মানুষের পাশে থেকে দরিদ্র মানুষের সেবা করবেন বলে জানান। তিনি আরো বলেন যে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে রবিবার কিছু মানুষের হাতে নতুন পোশাক, মাস্ক ও বিভিন্ন জিনিস তুলে দিয়েছে। তিনি প্রতিটি মানুষকে করোনা নিয়ে সচেতন হওয়ার আবেদন জানান। সেই সঙ্গে মাস্ক ব্যবহার করার পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রেখে চলার আবেদন জানান । তার এই উদ্যোগে খুশি ওই এলাকার বাসিন্দারা।

Developed by