Breaking
24 Dec 2024, Tue

ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ ঝাড়গ্রাম জেলায়,তার পরেও হুঁশ ফেরেনি মানুষজনের!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলা জুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। শনিবার একলাফে ৫০ জন মানুষ করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন। ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে করো না পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য শারীরিক দূরত্ব বজায় রেখে চলার ও মুখে মাস্ক ব্যবহার করার আবেদন জানিয়েছে। মাইকিং করে শহর থেকে গ্রামে প্রচার করা হচ্ছে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে। বিভিন্ন জায়গায় পথ চলতি যে সব মানুষের মুখে মাস্ক নেই তাদের হাতে মাস্ক তুলে দিচ্ছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা । সেই সঙ্গে করোনা নিয়ে মানুষকে সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছে। তা সত্ত্বেও রবিবার সকালে ঝাড়গ্রাম রেল স্টেশন লাগোয়া পাইকারি সবজি বাজারে দেখা গেল প্রচুর মানুষের ভিড়। অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই। কারো মুখে মাস্ক থাকলেও তা ঠিক ভাবে ভাবে পরা হয়নি। যেভাবে ঝাড়গ্রাম সবজি বাজারে মানুষের ভিড় উপচে পড়ছে তাতে করোণা সংক্রমণে আক্রান্তর সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছেন ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা।ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে বারবার জানানো সত্ত্বেও যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের বিরুদ্ধে এবার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে গ্রেপ্তার করা হবে বলে জানানো হয়েছে। তাতেও এক শ্রেণীর মানুষের হুঁশ ফেরেনি। তাই এভাবেই রবিবার সকালে দেখা গেল ঝাড়গ্রাম সবজি বাজারে প্রচুর মানুষের ভিড়।

Developed by