Breaking
24 Dec 2024, Tue

বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধীর নেতৃত্বে গোহালমারাতে করোনা নিয়ে সচেতনতা প্রচার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য শুক্রবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের গোহালমারা এলাকায় বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধীর নেতৃত্বে সচেতনতা প্রচার করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোহালমারা বাজারের ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দারা। বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধী ওই এলাকার ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দাদের মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ করেন। সেই সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রেখে চলার নির্দেশ দেন। এছাড়াও ভালো করে সাবান দিয়ে হাত ধোয়ার জন্য সকলের কাছে আবেদন জানান। তিনি ওই এলাকার ব্যবসায়ীদের করোনা নিয়ে মানুষকে সচেতন করার আবেদন জানান। বেলিয়াবেড়া থানার পুলিশের উদ্যোগে করোনা নিয়ে মানুষকে সচেতন হওয়ার আবেদন জানিয়ে মাইকিং করে প্রচারের পাশাপাশি যাদের মাস্ক নেই সেই সব মানুষের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়।

Developed by