Breaking
1 Nov 2024, Fri

ঝাড়গ্রামে করোনার আক্রান্তের সংখ্যা ঝড়ের গতিতে বাড়ছে, একদিনে আক্রান্ত ২৮ জন!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রামে করোনার আক্রান্তের সংখ্যা ঝড়ের গতিতে বাড়ছে, একদিনে আক্রান্ত ২৮ জন! ২৩ এপ্রিল রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২২ এপ্রিল পর্যন্ত লালারস নমুনা সংগ্রহ করা রিপোর্ট অনুযায়ী ঝাড়গ্রাম জেলায় একদিনে নতুন করে ২৮ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। যা কিনা চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে। এখনও পর্যন্ত জেলায় মোট ৩২১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২২ জনের। এখনও করোনায় পজেটিভ হয়ে হাসপাতাল ও হোম আইসোলোশনে রয়েছেন ৯৫ জন। রিপোর্ট অনুযায়ী ৮ জন করোনা পজেটিভ ব্যক্তি ছাড়া পেয়েছেন। কিন্তু এদিকে হুঁশ নেই সাধারণ মানুষজনের। বাজার-ঘাট থেকে রাস্তা সর্বত্র মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন মানুষজন। সরকারি সচেতনতার প্রচার কার্যত কানে ঢুকছে না জেলাবাসীর? নিজের ভালোটা নিজে ভালো বুঝবে কবে বাসিন্দারা? কবে হুঁশ ফিরবে তা সময়ই বলবে!

Developed by