Breaking
24 Dec 2024, Tue

আবগারি দপ্তর নয়াগ্রামে অভিযান চালিয়ে ৪২০০ লিটার কাঁচামাল, মহুয়া ৪৫ কেজি সহ মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের কলমাপুকুরিয়া,খাসজঙ্গল, যাদবপুর, শীটপাড়া সহ বিভিন্ন গ্রামে আবগারি দফতরের কর্মীরা অভিযান চালিয়ে ৪৯০ লিটার চোলাই মদ, ৪ হাজার ২০০ লিটার কাঁচামাল এবং ৪৫ কেজি মহুয়া সহ মদ তৈরি বিভিন্ন উপকরণ বাজেয়াপ্ত করেছে।একদিকে ঝাড়গ্রাম জেলা জুড়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তা সত্ত্বেও করোনা পরিস্থিতিকে দূরে সরিয়ে রেখে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আবগারি দফতরের কর্মী ও অধিকরাকরা যে ভাবে ঝাড়গ্রাম জেলা জুড়ে একের পর এক গ্রামে বেআইনি মদের তৈরীর ভাটিগুলিকে নষ্ট করছে। সেই সঙ্গে উদ্ধার করছে প্রচুর কাঁচামাল। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়গ্রাম জেলার আবগারি দফতরের আধিকারিক ও কর্মীরা ঝাড়গ্রাম জেলা পুলিশের সহযোগিতায় ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার কলমাপুকুরিয়া, খাসজঙ্গল, যাদবপুর, শীটপাড়া সহ আরো কয়েকটি গ্রামে হানা দেন। আবগারি দফতরের পক্ষ থেকে চোলাই মদ ভাঁটি গুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে আবগারি দফতরের অভিযানের সময় অবৈধ চোলাই মদ ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।তাই কাউকে গ্রেফতার করা যায়নি। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রাম গুলিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নয়াগ্রাম থানা এলাকায় বেআইনি ভাবে প্রচুর চোলাই মদের ভাঁটি রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। তবে শুক্রবার তল্লাশি অভিযান চালিয়ে আবগারি দফতরের কর্মী ও আধিকারিকরা বড় ধরনের সাফল্য পেয়েছে বলে ঝাড়গ্রাম জেলা আবগারি দফতরের পক্ষ থেকে জানানো হয়।

Developed by