Breaking
1 Nov 2024, Fri

গোপীবল্লভপুরে নাবালিকার বিয়ে বন্ধ করল ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নাবালিকার বিয়ে বন্ধ করল ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। শুক্রবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের বাকড়া গ্রামে। এই গ্রামে নাবালিকার বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় শুরু হয়েছে বলে বিশ্বস্থ সূত্রে খবর পান ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অর্থরিটির সচিব তথা বিচারক সুনীলকুমার শর্মা। বিষয়টি জানতে পেরে সচিব জেলার দুই পিএলভি মোহিত কুমার বেজ ও শক্তিপদ ভুঁইয়াকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলেন। বাকড়া গ্রামের বাসিন্দা রামপদ মুদলী তাঁর ১৭ বছরের নাবালিকা কন্যার বিয়ের দিন ঠিক করেছিল আগামী শনিবার। গোপীবল্লভপুর ২নং ব্লকের চোরচিতা গ্রামের এক যুবকের সাথে কন্যার সম্বন্ধ করেছিলেন নাবালিকার পরিবারের সদস্যরা। বিয়ের আগের দিন শুক্রবার ঝাড়গ্রাম জেলার আইনি পরিষেবা কর্তৃপক্ষের দুই পিএলভি মোহিত কুমার বেজ ও শক্তিপদ ভুঁইয়া গোপীবল্লভপুর ১ ব্লকের সমাজকল্যাণ আধিকারিক দ্বীপ গাঙ্গুলি ও গোপীবল্লভপুর থানার পুলিশকে নিয়ে নাবালিকার বাড়িতে পৌঁছান। সেখানে নাবালিকার বাবা ও মাকে বিষয়টি বুঝিয়ে বলেন। তারপর নাবালিকার বাবা লিখিত ভাবে জানিয়ে দেন,‘১৮ বছর না হলে মেয়ের বিয়ে দেবে না।’

Developed by