Breaking
24 Dec 2024, Tue

পাঁচমাথা মোড়ে বিনা মাস্কে গ্রেফতার শুরু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পাঁচমাথা মোড়ে বিনা মাস্কে গ্রেফতার শুরু। এমনই কঠোর সিদ্ধান্ত নিল পুলিশ। দিন দিন করোনার দ্বিতীয় ঢেউ বাড়তে শুরু করায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। তার উপরে ভোটের প্রচারে মাস্ক ও শারীরিক দূরত্ব বজায় থাকছে না। এর জেরে কলকাতা সহ আশেপাশের জেলা গুলিতে দিন দিন করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা মাস্ক ব্যবহার করতে বললেও কোন হুঁশ নেই মানুষজনের। মঙ্গলবার কলকাতার শ্যামপুকুর থানার উদ্যোগে পাঁচমাথা মোড় সহ শ্যামবাজারে বিনা মাস্কে বাইরে বের হওয়া মানুষজনকে গ্রেফতার শুরু করছে পুলিশ। এবার যদি হুঁশ ফেরে মানুষজনের!

Developed by