Breaking
24 Dec 2024, Tue

তরমুজ চাষে ব্যাপক ক্ষতির মুখে বাঘাগেড়িয়া এলাকার তরমুজ চাষীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের খাড়বান্ধি অঞ্চলের বাঘাগেড়িয়া এলাকার তরমুজ চাষীরা ভালো ফলন না হওয়ায় এবং প্রবল শিলা বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ওই এলাকার এক তরমুজ চাষী বলেন প্রতি বছর যেভাবে ফলন হতো তা এবছর প্রচন্ড গরমের ফলে এবং বৃষ্টি সময়ে না হওয়ার জন্য ফলন ভালো হয়নি।এছাড়াও প্রতিবছর যেভাবে তরমুজের দাম থাকতো তা এবছর অনেকটাই কমে গেছে। যার ফলে ক্ষতির মুখে পড়তে হয়েছে তরমুজ চাষীদের। এদিকে যেমন তরমুজের ভালো ফলন নেই, দামও কমে গেছে। অন্যদিকে শিলা বৃষ্টির ফলে মাথায় হাত পড়েছে ওই এলাকার তরমুজ চাষীদের কপালে। ওই এলাকার তরমুজ চাষীরা জানান যে, তরমুজ গাছ ভালোই হয়েছিল কিন্তু ফলন ভালো হয়নি,এখন প্রতি কুইন্টাল তরমুজ ১০৫০ টাকা করে বিক্রি হচ্ছে। যদিও কোনো রকম চাষের খরচটা পাওয়া যেতো। যখনই তরমুজ বিক্রি করার সময় হলো সেই সময় শিলা বৃষ্টির ফলে জমিতেই নষ্ট হতে বসেছে বিঘার পর বিঘা তরমুজ চাষ।তাই এখন তড়িঘড়ি করে জমি থেকে তুলে নেওয়া হচ্ছে তরমুজ। যাতে জমিনে থাকা তরমুজগুলি নষ্ট না হয়ে যায়।তিনি আরো বলেন যে, এবছরের তরমুজ চাষে লাভের আশা তো দূরের কথা চাষের খরচটাও পাওয়া যাবে না। তা নিয়ে এখন চিন্তায় পড়েছেন ওই এলাকার তরমুজ চাষীরা। তাই ওই এলাকার তরমুজ চাষীরা এই বছরের তরমুজ চাষে ব্যাপক ক্ষতি মুখে পড়ছেন। রবিবার সন্ধ্যায় আচমকা শিলা বৃষ্টির ফলে ওই এলাকার সব্জি চাষীরাও ক্ষতির আশঙ্কা করছেন।

Developed by