Breaking
24 Dec 2024, Tue

আচমকা ঝাড়গ্রামের বিডিও অফিস বন্ধ, সমস্যায় সাধারণ মানুষ!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সোমবার কাজের দিন আচমকা ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বিডিও অফিস বন্ধ করে দিল ব্লক প্রশাসন। ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকায় থাকা ঝাড়গ্রাম ব্লকের বিডিও অফিসের কার্যালয়ে গিয়ে সাধারণ মানুষ জানতে পারেন আচমকা বিডিও অফিস বন্ধ করে দেওয়া হয়েছে।ঝাড়গ্রাম বিডিও অফিসের একজন সরকারি কর্মচারী বলেন করোনার জন্য সোমবার ও মঙ্গলবার বিডিও অফিসের সমস্ত কাজ কর্ম বন্ধ থাকবে।তাই বিডিও অফিসের কার্যালয়ের গেট বন্ধ করে দেওয়া হয়েছে।তবে আগাম কোন কিছুই না জানিয়ে দুই দিনের জন্য আচমকা বিডিও অফিস বন্ধ করে দেওয়ায় কাজের জন্য বিডিও অফিসে আসা সাধারণ মানুষ সমস্যায় পড়েন। ঝাড়গ্রাম ব্লকের বিকাশভারতী, পুকুরিয়া, চন্দ্রী,নারায়ণপুর,রাধানগর গ্রাম থেকে বিভিন্ন কাজের জন্য সোমবার বিডিও অফিসে এসে ছিলেন। তারা এসে জানতে পারেন সোমবার ও মঙ্গলবার বিডিও অফিস বন্ধ থাকবে। কিন্তু আগাম কোন কিছুই না জানিয়ে ঝাড়গ্রাম ব্লকের বিডিও অফিস বন্ধ থাকায় কাজের জন্য এসে কাজ না করে বাড়ি ফিরে যেতে হয় সাধারণ গ্রামবাসীদের। তবে কেন দুই দিন বিডিও অফিস বন্ধ সে বিষয়ে ঝাড়গ্রাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে কোন কিছুই জানানো হয় নি। তবে আচমকা বিডিও অফিস বন্ধ করে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ কাজের জন্য বিডিও অফিসে আসা সাধারণ গ্রামবাসীরা।

Developed by