Breaking
24 Dec 2024, Tue

করোনাকে তোয়াক্কা না করে স্বাস্থ্যবিধি না মেনেই ঝাড়গ্রাম সবজি বাজারে মানুষের ভিড়!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ঝাড়গ্রামে। পাল্লা দিয়ে ঝাড়গ্রাম জেলা জুড়ে করোনা সংক্রমনের সংখ্যা হু হু করে বাড়ছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর এর পক্ষ থেকে বারবার সচেতনামূলক বার্তা প্রচার করা হচ্ছে। সেই সঙ্গে মাস্ক ব্যবহার করতে এবং শারীরিক দূরত্ব মেনে চলতে সকলকে আবেদন জানানো হচ্ছে।সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রামের সবজি বাজার থেকে জেলার বিভিন্ন জায়গায় করোনা নিয়ে সচেতন করার সাথে সাথে মাস্ক বিতরণ করা হচ্ছে। তা সত্ত্বেও হুঁশ ফেরেনি মানুষের।একশ্রেণীর মানুষ মুখে মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্যবিধি না মেনেই ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম শহরের সবজি বাজারে ভিড় জমিয়েছেন।এভাবে করোনাকে তোয়াক্কা না করে স্বাস্থ্যবিধি না মেনেই প্রতিনিয়ত ঝাড়গ্রাম সবজি বাজার ও রাস্তা ঘটে ভিড় জমানোর ফলে ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা করোনা সংক্রমনের আশঙ্কা করছেন। ইতিমধ্যেই ১৭ ই এপ্রিল পর্যন্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী ঝাড়গ্রাম জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৫ জন। ঝাড়গ্রাম জেলায় মোট করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৪০ জন। এর মধ্যে বেশিরভাগই ঝাড়গ্রাম শহরের বাসিন্দা।ঝাড়গ্রাম জেলা জুড়ে যেভাবে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, তাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে।

Developed by