Breaking
24 Dec 2024, Tue

প্রচন্ড গরমে ঝাড়গ্রাম পুর ময়দানের স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নিতে আসা মানুষজন মাথার উপর সেড তৈরির দাবি জানালেন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ দর্শক : করোনার দ্বিতীয় ঢেউ ঝাড়গ্রামে আছড়ে পড়ছে।নতুন করে ১৪ জন ঝাড়গ্রাম করোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঝাড়গ্রাম শহরের এক ঔষধ ব্যবসায়ী করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।যার ফলে করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য ঝাড়গ্রাম হাসপাতালের সামনে বয়স্ক মানুষেরা ভিড় জমিয়েছেন।কিন্তু ভ্যাকসিন নেওয়ার জন্য প্রচন্ড গরমে যে ভাবে তাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাতে অনেকেই অসুস্থ বোধ করছেন। তাই ভ্যাকসিন নিতে আসা মানুষেরা ঝাড়গ্রাম পুর ময়দানে স্বাস্থ্যকেন্দ্রের সামনে দাঁড়িয়ে শনিবার বলেন,’যদি মাথার উপরে আচ্ছাদনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সেড তৈরির ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয়। তা নাহলে ভ্যাকসিন নিতে আসা বহু মানুষ এই গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়বে। তাই ওই হাসপাতালের দায়িত্বে থাকা আধিকারিককে ভ্যাকসিন নিতে আসা মানুষেরা হাসপাতালের সামনে ওই এলাকায় সেড তৈরি দাবি জানান।’

Developed by