Breaking
1 Nov 2024, Fri

করোনায় আক্রান্ত হয়ে শহরের এক ব্যবসায়ীর মৃত্যু, জেলায় মোট আক্রান্ত ৩৮ জন, বেশিরভাগই খোদ শহরের বাসিন্দা!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পাল্লা দিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ঝাড়গ্রামে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী ঝাড়গ্রাম জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৮ জন। এর মধ্যে ঝাড়গ্রাম করোনা হাসপাতালে ভর্তি রয়েছেন দশজন। বাকিরা হোম আইসোলেশনে রয়েছেন। কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা ঝাড়গ্রাম শহরের এক ওষুধ দোকানের মালিক স্বরূপ দে বৃহস্পতিবার রাত্রি এগারোটা নাগাদ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা নিয়ে মানুষকে সচেতন হওয়ার জন্য আবেদন জানিয়েছে এবং প্রতিটি মানুষকে মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও একশ্রেণীর মানুষ হাটে-বাজারে মাস্ক ব্যবহার না করে ঘুরে বেড়াচ্ছে। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন থানার পুলিশের পক্ষ থেকে করোনা নিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ করার কাজ শুরু করেছে। তাঁর মৃত্যু সংবাদ ঝাড়গ্রাম শহরে পৌঁছানোর পর ঝাড়গ্রাম শহর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ঝাড়গ্রাম পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর এলাকার বাসিন্দা ছিলেন। ঝাড়গ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ যেভাবে বাড়তে থাকায় ঝাড়গ্রাম জেলা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।

Developed by