Breaking
1 Nov 2024, Fri

দিনের বেলায় এক সপ্তাহের মধ্যে বেলপাহাড়ী বাজারে দুটি সোনা দোকানে সহ তিনটি দোকানে চুরি,এলাকায় চাঞ্চল্য !

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার সকাল আটটা দশ মিনিট নাগাদ ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ী বাজারে একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শ্রীমতি জুয়েলার্স নামে একটি দোকানের মালিক শুক্রবার সকালে দোকান খুলে দোকানে ধুপ দেওয়ার জন্য জল আনতে গিয়েছিল।সেই সময় এক দুষ্কৃতী এসে দোকান থেকে একটি ব্যাগ নিয়ে চলে যায়। সেই ব্যাগে সোনার গহনা না থাকলেও কিছু রুপার গহনার ছিল। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে ওই দুষ্কৃতীকে ধরতে পারেনি। বৃহস্পতিবার দোকানটি চালু করেছিল ওই দোকানের মালিক। দোকানটি উদ্বোধনের পরের দিনই দোকানে চুরির ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মাত্র সাত দিনের মাথায় বেলপাহাড়ী বাজারে পর পর তিনটি দোকানে চুরির ঘটনাই ওই বাজারের ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে রয়েছেন।বেলপাহাড়ী থানার পুলিশ শুক্রবার অভিযোগ পাওয়ার পর ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এক সপ্তাহে যেভাবে বেলপাহাড়ী থানার সামনে বেলপাহাড়ী বাজারে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটছে তাতে ওই বাজারের ব্যবসায়ীরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। তাই ব্যবসায়ীদের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি লিখিত ভাবে জানানো হয়েছে। দিনের বেলায় যদি চুরির ঘটনা ঘটে তাহলে রাত্রি বেলা কি ঘটতে পারে? তা নিয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছেন ওই এলাকার ব্যবসায়ীরা। বেলপাহাড়ী বাজারে এর আগে এভাবে চুরির ঘটনা ঘটেনি। তাই গত এক সপ্তাহে পরপর তিনটি দোকানে দিনের বেলায় চুরির ঘটনা ঘটায় বেলপাহাড়ী বাজার জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। এর আগের দুটি চুরির ঘটনা ঘটলেও পুলিশ তার কোনো কিনারা করতে পারেনি। তাই ব্যবসায়ীরা চুরির ঘটনা রুখতে সব সময়ের জন্য বাজারে নিরাপত্তা রক্ষী মোতায়েন করার চিন্তাভাবনা করেছে বলে ওই বাজারের এক ব্যবসায়ী জানান।

Developed by