Breaking
24 Dec 2024, Tue

ঝাড়গ্রাম ও সাঁকরাইল ব্লক জুড়ে দাঁতাল হাতির তাণ্ডবে আতঙ্কিত গ্রামবাসীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বুধবার রাত্রি আটটা নাগাদ ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের সিধাকুঁড়া,খাসজঙ্গল সহ ঝাড়গ্রাম ব্লকের ছোট গরিয়া, গুপ্তমনি, বালিভাসা, মানিকপাড়া এলাকায় বেশ কয়েকটি দাঁতাল হাতি দলছুট হয়ে বিভিন্ন গ্রামে ঢুকে পড়ে। যার ফলে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন।গ্রামবাসীরা হুলা জ্বালিয়ে ও ফটকা ফাটিয়ে হাতিগুলিকে গ্রাম থেকে তাড়ানোর চেষ্টা করছে। হাতি গুলি গ্রামে গিয়ে বোরো ধান চাষের ব্যাপক ক্ষতি করছে বলে গ্রামবাসীরা জানান। সেই সঙ্গে সারা রাত জুড়ে হাতিগুলি গ্রামে তাণ্ডব চালাতে পারে বলে গ্রামবাসীরা আশঙ্কা করছেন। অপরদিকে ঠিক একই সময়ে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর কুলডিহা সহ বিভিন্ন এলাকায় কয়েকটি হাতি বেশ কয়েকটি গ্রামে ঢুকে পড়ে। গ্রামবাসীরা হুলা জ্বালিয়ে হাতিগুলিকে গ্রাম থেকে তাড়ানোর চেষ্টা করছে। বন দফতরকে বিষয়টি জানানো হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ যেভাবে রাতের অন্ধকারে গ্রামে হাতি ঢুকে পড়েছে তাতে ফসলের প্রচুর ক্ষতি করতে পারে বলে তারা আশঙ্কা করছেন। যার ফলে চৈত্র সংক্রান্তির দিন বুধবার রাতে ওই এলাকাগুলিতে হাতির হামলার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। ভোট পর্ব শেষ হওয়ার পর ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় দাঁতাল হাতির দল এসে তাণ্ডব শুরু করেছে। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, সাঁকরাইল, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, লালগড়, বিনপুর থানা এলাকায় যেভাবে হাতির দল তাণ্ডব শুরু করেছে তাতে রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন জঙ্গল লাগুয়া গ্রামগুলির বাসিন্দারা। সেই সঙ্গে বহু কষ্ট করে যারা বোরো ধান চাষ করেছেন সেই বোরো ধানের চাষ মাঠেই নষ্ট করে দিতে চলেছে হাতির দল। যার ফলে হাতির হামলার আশঙ্কায় আতঙ্কে দিন কাটছে ঝাড়গ্রাম জেলার জঙ্গল লাগুয়া গ্রাম গুলির বাসিন্দাদের। তবে বন দফতর গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

Developed by