Breaking
24 Dec 2024, Tue

সুজাতা মন্ডলের বিরুদ্ধে ঝাড়গ্রামে জেলাশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে ডেপুটেশন দিল বিজেপি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা হুগলি জেলার আরামবাগ সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডলের বিরুদ্ধে দলিতদের অপমান করার অভিযোগ এনে ঝাড়গ্রাম জেলা বিজেপি দলের পক্ষ থেকে বুধবার ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। বিজেপি দলের পক্ষ থেকে ঝাড়গ্রামের জেলাশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পাঠানো হয়। বিজেপির অভিযোগ,”তৃণমূল কংগ্রেসের নেত্রী সুজাতা মন্ডল এসসি দের ভিক্ষুক বলে অপমান করেছে। তৃণমূল কংগ্রেস দলিতদের তাদের ভোটব্যাঙ্ক বলে মনে করছে।সেই সঙ্গে দলিতদের অপমান করছে। তাই সুজাতা মন্ডল যেভাবে অপমানজনক কথা দলিতদের বিরুদ্ধে বলেছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।” সেই মর্মে বিজেপি দলের পক্ষ থেকে বুধবার ঝাড়গ্রামের জেলাশাসকের কাছে লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয়। বিজেপি দলের ঝাড়গ্রাম জেলার সভাপতি তুফান মাহাতো, সাধারণ সম্পাদক অবনী ঘোষ এর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা বুধবার ঝাড়গ্রামের জেলাশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলাশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির উদ্যেশে স্মারকলিপি জমা দেন।

Developed by