ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলায়। বিধানসভা নির্বাচনের পর প্রতিদিন করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই ঝাড়গ্রাম জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে মানুষকে করোনা নিয়ে সচেতন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার উদ্যোগে বেলিয়াবেড়া থানার তপশিয়া মোড়ে বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধি র উপস্থিতিতে পথ চলতি মানুষদের হাতে মাস্ক তুলে দেওয়া হয়। সেই সঙ্গে করোনা নিয়ে মানুষকে সচেতন হওয়ার আবেদন জানানো হয়।পুলিশের পক্ষ থেকে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে।বাড়ি থেকে বের হওয়ার সময় প্রত্যেককে মুখে মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।এছাড়াও সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আবেদন জানানো হয় গোপীবল্লভপুর দুই ব্লকের অন্তর্গত বেলিয়াবেড়া থানার পুলিশের পক্ষ থেকে।