ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার দুপুরে ঝাড়গ্রামের জামদায় গণ্ডগোলের ঘটনায় বিজেপি সমর্থকের অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের ৪ জন। ঝাড়গ্রাম থানার আইসির কাছে লিখিত একটি কেস রুজু করেন বিজেপি সমর্থক। যার নম্বর হল ৬৫/২১, তারিখ ২৮/০৩/২১। ওই মামলায় খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনায় সাবির আলি, রাজা খন্দক, বিজয় বারিক, সুশান্ত দে-রা ইতিমধ্যে অন্য একটি পুলিশের সুয়োমুটো মামলায় গ্রেপ্তার হওয়ায় পুলিশ শোন অ্যারেস্টের আবেদন করেন। সোমবার ঝাড়গ্রামের সিজেএম বিচারক এডুইন লেপচা এই মামলার তদন্তকারী অফিসারকে ৩০ মার্চ আদালতে কেস ডায়রি তলবের নির্দেশ দিয়েছেন।