ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ভোট পরবর্তী হিংসা রুখতে জেলাবাসীকে শান্ত থাকার আহ্বান জানালেন বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতো। এদিন সাংবাদিক সম্মেলন করে জেলা সভাপতি তুফান মাহাতো বলেন,’তৃণমূল আমাদের দলীয় কর্মীদের উপর আক্রমণ করছে। চন্দ্রীতে আমাদের একজন দলীয় কর্মী মারা গিয়েছেন। নয়াগ্রামে একজন আহত হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি আছে। এছাড়াও নয়াগ্রামে ১০ জন জখম হয়েছেন। ঝাড়গ্রাম জেলায় আমাদের ৩-৪ জন দলীয় কর্মী সমর্থক জখম হয়েছেন। আমরা পুলিশ প্রশাসনকে বারে বারে জানিয়েছি এলাকায় শান্তি রাখার জন্য। পুলিশ-প্রশাসন তাঁদের মত কাজ করছেন। কিন্তু তৃণমূল পুলিশ প্রশাসনের কাজে বাধা দিচ্ছে। যার ফলে পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভাবে কাজ করতে পারছে না। জেলার সমস্ত মানুষের কাছে আহ্বান জানাব আপনারা নিজ নিজ এলাকায় শান্তি বজায় রাখুন এবং কোন প্ররোচনায় পা দেবেন না।’