Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রামে বিজেপি নেতা দেবা পালের পরিবারের উপর চড়াও হওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, জখম বিজেপি নেতার বাবা-মা ও বৌদি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রামে বিজেপি নেতা দেবা পালের পরিবারের উপর চড়াও হওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, জখম বিজেপি নেতার বাবা-মা ও বৌদি। রবিবার বিকেলে এহেন ঘটনায় মাথা ফেটেছে বিজেপি নেতা দেবা পালের বাবার। তাঁকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে এনে চিকিৎসা করানো হয়। ঘটনার কথা জানতে পেরেই ঝাড়গ্রাম জেলার বিজেপির নেতারা হাজির হয়। তারপরেই রণক্ষেত্রের চেহারা নেয় ৫ নং রাজ্য সড়ক। এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেন। স্থানীয় সূত্রে জানা যায়, জামদার ৪ নং ওয়ার্ডে দুই ভাই সুকান্ত দে ও সুসান্ত দে পুরোনো বিবাদের জেরেই এই ঘটনা ঘটে। সুসান্ত তৃণমূলের কর্মী এবং সুকান্ত বিজেপি কর্মী। সুসান্ত মারধর করার জন্য সুসান্তকে সমর্থন করে তৃণমূলের লোকেরা হাজির হয়। সুকান্ত সেখান থেকে গোপনে পালিয়ে চলে আসে জামদা হরিমঞ্চের সামনে ৪ নং ওয়ার্ডের বিজেপির নেতা দেবা পালের বাড়িতে আশ্রয় নেয়। তৃণমূলের লোকেরা দেবার বাড়িতে পৌঁছায়। এরপর তৃণমূলের লোকেরা দেবাকে বলে,’সুকান্তকে বের করে দে।’ তারপরই দেবার বাড়িতে ঢুকে তৃণমূলের লোকজন দেবার বাবা-মা ও বৌদিকে মারধর করার অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে।

Developed by