Breaking
23 Dec 2024, Mon

ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত ঝাড়গ্রাম শহরে, ৫ টি বাইকে ভাঙচুর!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত ঝাড়গ্রামে। গত শনিবার রাতে পুরাতন ঝাড়গ্রামের দক্ষিণপাড়ায় তৃণমূল-বিজেপি উভয় দলের মধ্যে মারপিট হয়। রবিবার দোলের দিন বিকেলে ফের উত্তপ্ত হয়ে উঠল ঝাড়গ্রাম শহরের জামদা এলাকা। বিকেলে বিজেপি এবং তৃণমূল এর মধ্যে কথা কাটাকাটি থেকে ঘটনার সূত্রপাত। তারপরেই হাতাহাতিতে পৌঁছায়। বিজেপির অভিযোগ, তাদের কয়েকজন কর্মীকে তৃণমূলের লোকজন বাড়িতে ঢুকে মারধর করে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিজেপির জেলা নেতৃত্ব সহ প্রায় দেড়শ জন বিজেপি কর্মী। দফায় দফায় বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে কিছুক্ষণ পথ অবরোধও করে। ঘটনার সামাল দিতে ঘটনাস্থলে আসেন ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্যসুন্দর ভট্টাচার্য, ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় ৫ টি মোটর সাইকেল ভাঙচুর হয়। তৃণমূল ও বিজেপি কর্মীরা একে অপরের দিকে উদ্দেশ্যে করে ঢিল ও কাচের বোতল ছুড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে এসডিপিও অনিন্দ্যসুন্দর ভট্টাচার্য টিয়ার গ্যাস ছোড়েন। এখনও পর্যন্ত এলাকা উত্তপ্ত রয়েছে।

Developed by