Breaking
23 Dec 2024, Mon

উত্তরবঙ্গের আদিবাসী যুবক রাজেন ওঁরাও-এর ডান পা ফিরিয়ে দিয়ে পাশে দাঁড়ালেন ঝাড়গ্রাম ভূমিপুত্র তথা নর্থ রায়ডাকের রেঞ্জ অফিসার অমিতেশ শতপথি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : উত্তরবঙ্গের আদিবাসী যুবক রাজেন ওঁরাও-এর ডান পা ফিরিয়ে দিয়ে পাশে দাঁড়ালেন ঝাড়গ্রাম ভূমিপুত্র তথা নর্থ রায়ডাকের রেঞ্জ অফিসার অমিতেশ শতপথি। তাঁর এহেন কাজের স্বীকৃতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন উত্তরবঙ্গের মানুষজন। জানা গিয়েছে, ২০২০ সালে ২৭ জুলাই একটি অনাকাঙ্খিত ঘটনায় চুনিয়াঝরা চা বাগানের বাসিন্দা তথা বাইশ বছরের যুবক রাজেন ওঁরাও-র ডান পা হারায়। মর্মান্তিক ঘটনার পর ছেলেটার সারা জীবনের মত পঙ্গু হওয়ার বেদনায় খানিকটা হলেও প্রলেপ লাগানোর চেষ্টা করেন ও সাহায্যের হাত বাড়িয়ে দেন ঝাড়গ্রাম ভূমিপুত্র তথা নর্থ রায়ডাকের রেঞ্জ অফিসার অমিতেশ শতপথি। সকলের অগোচরে নিঃশব্দে নিরলস প্রচেষ্টায় পা হারানো ছেলেটির একটি নতুন পা দিয়ে ফিরিয়ে দেয় জীবনের নতুন দৌড়। আজ তার জীবনের চলার পথে হারানো পা যেন নতুন প্রাণ পেল। এই প্রচেষ্টায় যারা সহযোগিতা করেছেন তাঁরা হলেন প্রিয়াঙ্কা গোপ নিরলস ভাবে যোগাযোগ করে উদ্যোগ নিয়েছেন সোনালী সামন্ত। সোশ্যাল মিডিয়ায় উত্তরবঙ্গের অনেক ব্যক্তি লিখেছেন,’এই কাজে সহযোগিতা করেছেন অনেকে। আমরা রেঞ্জ অফিসার হিসাবে পেয়ে আপ্লুত গর্বিত সত্যি স্যার। আপনাকে আমাদের অভিভাবক হিসেবে পেয়ে আমরা অনেক আনন্দিত।’

Developed by