Breaking
23 Dec 2024, Mon

মমতার রাজ্যে মহিলারা সবচেয়ে বেশি সুরক্ষিত, শিলদার সমাবেশে বললেন অভিনেতা সাংসদ দেব

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার ঝাড়গ্রাম জেলায় তৃনমূলের প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার করতে আসেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। রবিবার প্রথমেই তিনি ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরবাহা হাঁসদার সমর্থনে ঝাড়গ্রাম শহরে রোড শো করে নির্বাচনী প্রচার শুরু করেন। দেবের রোড শো কে কেন্দ্র করে মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম এলাকা থেকে তিনি রোড শো শুরু করেন প্রার্থী বিরবাহা হাঁসদা কে সঙ্গে নিয়ে। ঝারগ্রাম শহর থেকে তার রোড শো শুরু হয়। ঝাড়গ্রাম শহর শেষ করে দাহিজুড়ি,আঁধারিয়া, বিনপুর হয়ে তিনি শিলদা যান।সেখানে প্রথমেই সিধু কানহুর মূর্তিতে ফুলের মালা দিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।এরপর বিনপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবনাথ হাঁসদার সমর্থনে শিলদা এলাকায় এক নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখেন। শিলদার জনসভা মঞ্চের সামনে তিল ধারণের জায়গা ছিল না।গোটা এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছিল। গোটা শিলদা এলাকায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। তিনি প্রথমেই তার ভাষণে বলেন এই গরমে আপনারা এখনো বসে রয়েছেন। আপনারা দলকে ভালবাসেন দলের প্রতি বিশ্বাস রাখেন তাই এত গরম সহ্য করে আপনারা বসে আছেন। তিনি বলেন দলের প্রতি প্রচুর মানুষের আস্থা বিশ্বাস আর ভালোবাসা রয়েছে তাই আপনারা এত কষ্ট করে এই এলাকায় জনসভায় বক্তব্য শোনার জন্য বসে রয়েছেন। সাতাশে মার্চ নির্বাচন তার আগেই তিনি সমাবেশে আসা হাজার হাজার মানুষকে বলেন করোনা বাড়ছে আপনারা সকলেই মাস্ক ব্যবহার করবেন, করোনার অগ্রগতি খুবই ভয়ঙ্কর। তাই আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। ২০২১ সালের এই নির্বাচনে মানুষকে আর বোকা বানানো যায় না। কারণ যারা মানুষের জন্য কাজ করে মানুষের পাশে থাকে তাদের মানুষ নির্বাচনে ভোট দেবে। ঘরে বসে কাজ করে না দিদি। দিদি যদি কাজ না করে তাহলে হাজার হাজার মানুষ দিদির সাথে থাকত না। লকডাউন এর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসি ঘরের মধ্যে বসে বৈঠক করছেন। তখন রাস্তায় নেমে কাজ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন। তাদের ১০০ দিন প্রকল্পের কাজে যুক্ত করেছেন। লকডাউনে মানুষের খাওয়া দাওয়ার জন্য বিনামূল্যে রেশনে চাল এর ব্যবস্থা করেছেন। আর ২০১৪ সালে ক্ষমতায় আসার পর যারা সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা দেশের অর্থনীতির অবস্থা কোথায় নিয়ে গেছে সারা দেশের মানুষ জানে। পঞ্চাশ বছরের চেয়ে দেশের অর্থনীতির অবস্থা খারাপ। যার ফলে ভারতবর্ষের অবস্থা সবচেয়ে খারাপ । দেশের গরীব মানুষরা সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। ধনী মানুষেরা আরো ধনী হয়েছে। এর আগে জঙ্গলমহলের রাস্তাঘাট সবচেয়ে খারাপ ছিল ।এখন সবচেয়ে ভালো হয়েছে জঙ্গলমহলে রাস্তা ঘাট। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মাধ্যমে অশান্ত জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা করেছেন। আপনারা ভুল প্রচারে যাবেন না। ভাওতাবাজি দের কথা বিশ্বাস করবেন না। যারা ক্ষমতায় আসার সময় বলেছিল দু কোটি বেকারের বছর চাকরি দিবে কিন্তু একটা বেকার কে ওরা চাকরি দিতে পারেনি। বরং ৫০ বছরের চেয়ে দেশের অবস্থা সবচেয়ে খারাপ। গ্যাস ,ডিজেল, পেট্রোলের দাম বাড়িয়েছে কেন্দ্র সরকার। যার ফলে গরিব মানুষ আরো গরীব হয়ে পড়ছে ।সেই সঙ্গে তিনি বলেন ধর্মের নামে রাজনীতি বন্ধ হোক বাংলায়। হিন্দু মুসলিম সহ সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা একসঙ্গে থাকতে চাই। আমাদের একটাই লক্ষ্য উন্নয়ন। তিনি বলেন নারীরা কতটা সুরক্ষিত বাংলায় তা আর বলার অপেক্ষা রাখে না। সারা ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র বাংলায় মহিলারা সুরক্ষিতআছে। একমাত্র মমতার রাজত্বে মহিলারা বাংলায় সুরক্ষিত রয়েছে।দেশের অন্য কোন রাজ্যে মহিলারা সুরক্ষিত নেই। তাই কন্যাশ্রী সবুজ সাথী রূপশ্রী খাদ্যসাথীর মতো একাধিক প্রকল্প দিদি চালু করেছে। মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে তার জন্য কন্যাশ্রী চালু করেছেন। ছেলেমেয়েরা যাতে স্কুলে যেতে পারি তার জন্য সবুজ সাথির মাধ্যমে সাইকেল এর ব্যবস্থা করা হয়েছে। দিদি ভাঙা পায়ে ১০০ টি গোল দিতে পারে। তিনি দলীয় কর্মীদের বলেন হাল ছাড়লে হবে না বাড়ি বাড়ি যেতে হবে,দিদির উন্নয়নের প্রকল্পের কথা গিয়ে মানুষকে বোঝাতে হবে। হাতে আর কয়েকটা দিন আছে। দল থাকলে আমি আপনি সকলেই ভাল থাকব। যদি দল না থাকে তাহলে কেউ ভালো থাকবো না। তিনি তাঁর ভাষণে বলেন বাংলার দশ কোটি মানুষ আমাদের নেতা ও ভগবান। দল ছেড়ে গেল তাতে আমাদের কোন যায় আসে না। আপনারাই আমাদের কাছে নেতা ও ভগবান। আপনারা দলকে ভালবাসেন বিশ্বাস করেন বলে এখনও দলের সাথে আছেন নেত্রীর সাথে আছেন। তাই প্রচুর গরম কে অপেক্ষা করেও আপনারা এখানে এসেছেন। তিনি বিনপুর বিধানসভা কেন্দ্রে কাজের ছেলে দেবনাথ হাঁসদাকে ও ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে বিরবাহা হাঁসদাকে জোড়া ফুলে ভোট দিয়ে নির্বাচিত করে দিদির উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য আহ্বান জানান। দেবের এই জনসভাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। যা দেখে অভিনেতা দেব বলেন এত মানুষের ভিড় এর আগে কোনদিন দেখিনি। আপনারা এখনও দিদিকে বিশ্বাস করেন দিদির কথা শুনেন তাই আজকের এই সভায় শামিল হয়েছেন। আপনারা সবাই জোড়া ফুলে ভোট দিন দিদির সাথে থাকুন দিদির পাশে থাকুন আপনারা ভয় করবেন না এবং হাল ছাড়বেন না। বাংলায় আবার ক্ষমতায় আসবে দিদি তাই কোন অপপ্রচার ও গুজবে কান দিবেন না।

Developed by