Breaking
23 Dec 2024, Mon

সাঁকরাইল ব্লকের ক্ষুদমরাই গ্রামের মহিলারা বরণ করে নিলেন বিজেপি প্রার্থী সঞ্জিত মাহাতোকে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সাঁকরাইল ব্লকের ক্ষুদমরাই গ্রামের মহিলারা বরণ করে নিলেন বিজেপি প্রার্থী সঞ্জিত মাহাতোকে। শুক্রবার গোপীবল্লভপুর বিধানসভার বিজেপি প্রার্থী সঞ্জিত মাহাতো সাঁকরাইল মন্ডলের অন্তর্গত ক্ষুদমরাই অঞ্চলে পদযাত্রা ও পথসভা করেন। গ্রামের মহিলারা প্রার্থীর গলায় ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

Developed by