ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রাথী বীরবাহ হাঁসদার সমর্থনে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা মিছিল করে। ওই মিছিলে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেসের প্রাথী বিরবাহ হাঁসদা, সহ দলীয় কর্মী ও সমর্থকেরা। এদিন সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের ওই মিছিল পুরাতন ঝাড়গ্রাম পরিক্রমা করে। সেই সঙ্গে ওই এলাকার সর্বস্তরের মানুষের সাথে কথা বলেন তৃণমূল প্রাথী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়ার আবেদন ও জানান। সেই সঙ্গে তিনি রাজ্য সরকারের গত ১০ বছরে উন্নয়ের খতিয়ান তুলে ধরেন মানুষের কাছে এবং কেন্দ্র সরকারের বঞ্ছনার কথাও বলেন।