Breaking
1 Nov 2024, Fri

তৃণমূল নেত্রীর সভায় যাওয়ার পথে দুর্ঘটনায় জখম হলেন দলীয় কর্মী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : তৃণমূল নেত্রীর সভায় যাওয়ার পথে দুর্ঘটনায় জখম হলেন দলীয় এক কর্মী। সেই ব্যক্তিকে দেখতে হাসপাতালে তৃণমূলের নেতারা। উল্লেখ্য, বুধবার ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভায় নির্বাচনী প্রচারে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সভা হয় গোপীবল্লভপুরের বাহারুনা মাঠে এবং দ্বিতীয় সভা হয় লালগড়ে। প্রথম যাওয়াত পথে গুরুতর আহত হন ওই ব্যক্তি। ওই ব্যক্তির নাম দীপঙ্কর দন্ডপাট (২৭)। বাড়ি গোপীবল্লভপুর ২নং ব্লকের নোটা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, ওই ব্যক্তি গোপীবল্লভপুর ২নং ব্লকের নোটা গ্রামে থেকে বাসের উপরে বসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাচ্ছিলেন। সভায় পৌছানোর আগেই জামুয়া এলাকায় ১১হাজার হাইভোল্টেজ তারে লেগে যায় তার গলা। ঘটনায় গুরুতর জখম হন তিনি। বাসে থাকা তৃণমূল কর্মীরা সঙ্গে সঙ্গে তাকে তপশিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান তাকে স্থানান্তরিত করা হয় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চে বক্তব্য রাখা কালীন সেই আহত ব্যক্তিকে দেখতে যান তৃণমূল নেতারা। উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি স্বপন পাত্র।

Developed by