Breaking
24 Dec 2024, Tue

নেত্রীর ভাঙা পা ও হুইলচেয়ার দেখেই মঞ্চেই কেঁদে ফেললেন জেলা সভাপতি দুলাল মুর্মু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সর্বভারতীয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পা ভাঙা অবস্থায় দেখে কেঁদে ফেললেন নয়াগ্রাম বিধানসভার দলীয় প্রার্থী দুলাল মুর্মু। প্রসঙ্গত, বুধবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার বাহারুনা ফুটবল মাঠে নির্বাচনী সভা করতে আসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ঘড়িতে তখন ১২টা ৪৫ মিনিট হেলিপ্যাডে অবতরন করেন মুখ্যমন্ত্রী। সভামঞ্চের পিছনেই ছিল হেলিপ্যাড গ্রাউন্ড। হুইলচেয়ারে করে তাঁকে নিয়ে আসা হয় সভা মঞ্চে। সভা মঞ্চে ওঠার পর মঞ্চে বক্তব্য রাখেন নয়াগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী দুলাল মুর্মু। এমনকি তিনি জেলা সভাপতির পদেও রয়েছেন তিনি। ঘড়িতে তখন ১২টা ৫৫ মিনিট সভা মঞ্চে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘দিদির টানে আজকে আমরা এই জঙ্গলমহলে জনজোয়ার। দিদিকে আমরা এক মূহুর্তও ছাড়তে পারবো না। দিদি আমাদের সব দিয়েছেন।’ তারপরেই তিনি ‘দিদিকে এই অবস্থায় দেখে আমার চোখে জল চলে আসছে’ বলে সভা মঞ্চের উপরেই কেঁদে ফেলেন।

Developed by