ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রাজনৈতিক দলের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জন্য তিন সরকারি চিকিৎসকের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। এহেন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুরের তৃণমূল প্রার্থী খগেন্দ্রনাথ মাহাতোর হয়ে নির্বাচনী প্রচারে ক্ষেত্রে। তাঁর সঙ্গে তিন সরকারি চিকিৎসক সহ চারজন প্রচারে নিয়ম বিরুদ্ধে অংশ নিয়েছেন। যা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। বিজেপির পক্ষ থেকে যাঁদের নামে অভিযোগ করা হয়েছেন, তাঁরা হলেন গোপীবল্লভপুর ১ ব্লকের আরবিএসকের চিকিৎসক আকাশ মাহাতো, বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালের চিকিৎসক জয়ন্ত মাহাতো, স্বাস্থ্যভবনের ট্রেনি রিজার্ভ পদে থেকে পোস্ট গ্র্যাজুয়েট করা মহেশ্বর মাণ্ডি এবং গর্ভমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এণ্ড সেরামিক টেকনোলজিতে পার্ট-টাইম লেকচারার বিশ্বরূপ দাস। ইতিমধ্যে নির্বাচন কমিশন ওই সরকারি তিন চিকিৎসকদের শোকজ করেছেন। ২৪ ঘন্টার মধ্যে উত্তর দিতে বলেছেন। উত্তর সন্তোষজনক না হলে নির্বাচন কমিশনের কোপে পড়বেন তিন চিকিৎসক বলে সূত্রের খবর। গোপীবল্লভপুরের বিজেপি প্রার্থী সঞ্জিত মাহাতোর অভিযোগ,‘নির্বাচন বিধি ভেঙে কিভাবে তিন জন সরকারি চিকিৎসক সহ মোট চারজন বিশেষ রাজনৈতিক দলের হয়ে প্রচার করছেন তা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। দেখা যাক নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয় উনাদের বিরুদ্ধে।’