Breaking
24 Dec 2024, Tue

জোরকদমে নির্বাচনী প্রচারে নামলেন নয়াগ্রামের বিজেপি প্রার্থী বকুল মুর্মু


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মঙ্গলবার থেকে জোরকদমে নির্বাচনী প্রচারে নামলেন নয়াগ্রামের বিজেপি প্রার্থী বকুল মুর্মু। এদিন তিনি গোপীবল্লভপুর ব্লকের চোরচিতা শিবমন্দিরে পুজো দেওয়ার পর আনুষ্ঠানিক ভাবে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার করেন। এদিন তিনি বলেন,‘সোনার বাংলা গড়তে জঙ্গলমহলের প্রকৃত উন্নয়নের দাবিতে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আশীর্বাদ করবেন।’ তিনি আরো আবেদন করে বলেন,‘প্রচারে ভালো সাড়া পেয়েছি এবং নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রে জয়লাভ হবে।’ সেই সঙ্গে জঙ্গলমহলের চারটি বিধানসভা আসনে বিজেপি জয়লাভ করবে বলে একশো শতাংশ আশাবাদী বিজেপি প্রার্থী বকুল মুর্মু।

Developed by