Breaking
24 Dec 2024, Tue

সময় পেরিয়ে যাওয়ায় ফর্ম ফিলাপ করতে না পারায় সঙ্কটে সাঁওতালি বিভাগের সুবর্ণরেখা কলেজের পড়ুয়ারা!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পঞ্চম সেমিস্টারের ফর্মফিলাপ ও ভর্তি হতে না পারায় ১৯ তারিখ পরীক্ষায় বসতে না পারার অনিশ্চয়তা সাঁওতালি বিভাগের ২৭ জন ছাত্র ছাত্রীর। গোপীবল্লভপুরে সুর্বণরেখা মহাবিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের ফর্মফিলাপ ও ভর্তির সময়সূচির সাথে প্রথমত অবগত ছিলেন না ২৭ জন ছাত্রছাত্রী। পরবর্তী সময়ে ফর্মফিলাপ ও ভর্তির খবর পেলেও ওড়িষ্যা সীমান্ত লাগুয়া এলাকায় মোবাইল নেটওয়ার্ক সমস্যার কারনে ফর্মফিলাপ করতে পারলেন না সুর্বণরেখা মহাবিদ্যালয়ের সাঁওতালি বিভাগের ছাত্রছাত্রীরা। সোমবার সেই সমস্যা নিয়ে মহাবিদ্যালয়ের টিচার ইন চার্জ লক্ষ্মীন্দর পালুইকে লিখিত আবেদন পত্র জমা দিলেন ছাত্রছাত্রীরা।আগামী ১৯ তারিখ রয়েছে পঞ্চম সেমিস্টারের পরীক্ষা,কিন্তু ফর্মফিলাপ ও ভর্তি না হওয়ায় পরীক্ষায় না বসতে পারার আশঙ্কায় ২৭জন ছাত্রছাত্রী।মহাবিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের সাঁওতালি বিভাগের ছাত্র দুবাই হাঁসদা ও ছাত্রী সরস্বতী হাঁসদা বলেন আমরা সীমান্ত লাগুয়া এলাকায় থাকি সেখানে ইন্টারনেট সমস্যা থাকায় ফর্মফিলাপ করতে পারেনি।ইউনিভার্সিটির তরফে এখন বন্ধ পোর্টাল ১৯ তারিখ পরীক্ষায় বসতে না পারলে আমাদের অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে তাই টিচার ইনচার্জ কে এই সমস্যার কথা ইউনিভার্সিটিতে জানানোর জন্য আমরা লিখিত আবেদন পত্র জমা দিয়েছি। ২৭জন ছাত্রছাত্রীর মধ্যে ৮ জন ছাত্রী ও ১৯ জন ছাত্ররা রয়েছি। এই ঘটনায় সমস্যার কথা জানতে পেরে মহাবিদ্যালয়ের টিচার ইনচার্জ লক্ষীন্দর পালুই বলেন আমির ইউনিভার্সিটি তে বিষয়টি জানাচ্ছি,ছাত্রছাত্রীদের জন্য যাহাতে পোর্টাল খুলে তাদের ফর্মফিলাপ ও ভর্তি হতে পারে।

Developed by