ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সোমবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রোহিনী মন্ডলের ছোলাখালি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ যাত্রা করলেন গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জিত মাহাতো। এদিন তিনি ওই এলাকার সর্বস্তরের মানুষের সাথে কথা বলেন এবং তাদের অভাব-অভিযোগের কথাও শোনেন। আগামী দিনে বিজেপির সরকার গঠন হলে তা দ্রুত সমাধান করারও তিনি আশ্বাস দেন। সেই সঙ্গে তিনি কেন্দ্রের মোদি সরকারের সাফল্যের কথা এলাকার মানুষের কাছে তুলে ধরেন। সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে ওই এলাকার মানুষকে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান।