ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত সাঁকরাইল ব্লকের লাউদহ অঞ্চলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক পথসভার আয়োজন করা হয়। ওই পথসভায় উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রাথী সঞ্জিত মাহাতো সহ দলীয় কর্মী ও সমর্থকেরা। ওই পথসভা থেকে সঞ্জিত মাহাতো এলাকার মানুষের সাথে কথা বলেন এবং সোনার বাংলা গড়ারলক্ষ্যে ভোট ভিক্ষা করেন। সেই সঙ্গে ওই এলাকার গ্রামবাসীদের অভাব অভিযোগের কোথাও শুনেন।