Breaking
24 Dec 2024, Tue

আদিবাসী ভোট টানতে এবার ভগবান বিরসা মুন্ডা, সিধু-কানুর দ্বারস্থ বিজেপি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ভোট বড়ই বালা! আর সেখানে যদি নির্দিষ্ট কোন ভোট ব্যাঙ্ক থাকে তাহলে তো আর বলতেই নেই। জঙ্গলমহলের প্রতিটি আসনে আদিবাসী ভোট ব্যাঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এবার তাই বিধানসভায় সেই ভোট নিজেদের পকেটে ভরতে ১৫ মার্চ ঝাড়গ্রাম জেলা থেকে শুরু হচ্ছে ভগবান বিরসা মুন্ডা,সিধু-কানু সম্মান যাত্রা। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাতে ওই অনুষ্ঠানকে সফল করতে ঝাড়গ্রাম জেলার অনুসূচিত জনজাতি মোর্চার জেলা নেতৃত্বর সঙ্গে আলোচনা করেন অনুসূচিত জনজাতি মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ খগেন মুর্মু। বিজেপির এই যাত্রাকে কটাক্ষ করে তৃণমূলের জেলা এক নেতা বলেন,’বিজেপি ভোট পেতে এখন আদিবাসীদের কথা মনে পড়ল। আর তাতে ভগবান বিরসা মুন্ডা,সিধু-কানুর নামে সম্মান যাত্রা বের করতে হচ্ছে। কিন্তু তাঁদের উত্তরসূরিদের জন্য কোন কাজ করেনি বিজেপি।’

Developed by