Breaking
24 Dec 2024, Tue

ঝাড়গ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রস্তুতি সভা করলেন দিলীপ ঘোষ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্কঃ
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঝাড়গ্রামে আসছেন ১৫ মার্চ তারই প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার ঝাড়গ্রামে এলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ঝাড়গ্রাম জেলার দলীয় কার্যালয়ে এসে ঝাড়গ্রামের দলীয় প্রার্থী সুখময় সৎপথি গোপীবল্লভপুর এর দলীয় প্রার্থী সঞ্জিত মাহাতো সহ দলীয় কার্য কর্তাদের সঙ্গে কথা বলেন এবং দলীয় বৈঠক করেন।বৈঠকের পরেই তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান যে ১৫ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়গ্রাম এ সভা করবেন তারই প্রস্তুতি খাতিয়ে দেখতে এসেছিলাম সেই সঙ্গে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক হয়েছে।সেই সঙ্গে নন্দীগ্রামের ঘটনাকে কেন্দ্র করে তিনি বলেন, হেরে যাওয়ার ভয়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।আরও বলেন, ২ তারিখের পর ওদের মুখটাই কালো হয়ে যাবে। কালো পতাকা দেখানোর কেউ থাকবে না।

Developed by