Breaking
1 Nov 2024, Fri

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাম পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এসএসকেএমে ভর্তি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বাম পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে। ওই পায়ের পেশিতেও চোট লেগেছে। মুখ্যমন্ত্রীর বাম পা ফুলে রয়েছে। গতকাল রাতে এমআরআইয়ের পর পায়ে টেম্পোরারি প্লাস্টার করা হয়েছে। চিকিৎসকরা দিয়েছেন অ্যান্টিবায়োটিকও। পায়ের ফোলা ভাব কমলে আজ প্লাস্টার করা হতে পারে বলে খবর। আঘাত লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান কাঁধ ও কনুইয়ে। চোট রয়েছে ঘাড়েও। রাতে মুখ্যমন্ত্রীকে ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ইসিজি রিপোর্ট সন্তোষজনক হলেও বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের কথা রয়েছে। যা কিনা চিকিৎসকদের চিন্তায় রেখেছে। বয়সের বিষয় ভাবাচ্ছে চিকিৎসকদের। বুকে ব্যথার কারণ আঘাতজনিত কিনা জানতে সিটি স্ক্যান করা হবে। এদিন রক্ত সহ একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। মুখ্যমন্ত্রীকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ সদস্যের দল গঠিত হয়েছে। এসএসকেএমের অধ্যক্ষ মণিময় বন্দ্যোপাধ্যায় ছাড়াও তিন বিভাগীয় প্রধান ও আরও পাঁচ বিশেষজ্ঞ রয়েছেন মেডিক্যাল বোর্ডে। রয়েছেন অর্থোপেডিক, নিউরো সার্জারি, নিউরো মেডিসিন, জেনারেল সার্জারি, কার্ডিওলজি, এন্ডোক্রিনোলজি, জেনারেল মেডিসিন এবং অ্যানাস্থেশিয়া বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক।

Developed by