Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম জেলার চারটি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৩৯টি মনোনয়ন পত্র জমা পড়ল!


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলার বিধানসভার মোট আসন চারটি। তার মধ্যে বিনপুর ও নয়াগ্রাম সংরক্ষিত আসন। ঝাড়গ্রাম ও গোপীবল্লভপুর অসংরক্ষিত আসন। এই চারটে আসনের জন্য এদিন নির্বাচন দপ্তর থেকে শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে মোট ৩৯টি মনোনয়ন পত্র জমা পড়েছে। জানা গিয়েছে, ঝাড়গ্রাম আসনের জন্য ১২টি, বিনপুর আসনের জন্য ১০টি, গোপীবল্লভপুর আসনের জন্য ৯টি এবং নয়াগ্রাম আসনের জন্য ৮টি মনোনয়ন পত্র জমা পড়েছে। কার ভাগ্যে ২ মে জয়ের তিলক উঠবে সে দিকেই আপাতত তাকিয়ে জেলার বাসিন্দারা।

Developed by