Breaking
24 Dec 2024, Tue

তৃণমূলে অন্তর্ঘাতে শোরগোল! দাবার ঘুটি ‘জেএমএম’ ঝাড়গ্রামের চারটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী দিলেও গোপীবল্লভপুরে দিল না প্রার্থী!


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলায় নির্বাচনের মুখে বড়সড় তৃণমূলের মধ্যে অন্তর্ঘাত! এমনই আশঙ্কা প্রকাশ করছেন দলের নেতারা। আর সেখানে দাবার ঘুঁটি হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘জেএমএম’কে। ঝাড়গ্রাম জেলার চারটি আসনের মধ্যে তিনটি আসনে ‘জেএমএম’ প্রার্থী দিলেও গোপীবল্লভপুর আসনে তারা প্রার্থী দেয়নি বলে জানিয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ঝাড়গ্রাম জেলা সভাপতি বাবলু মুর্মু। দলীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার তৃণমূল ঘনিষ্ঠ এক ব্যক্তির ‘কথা’ হওয়ার জন্য ঝাড়খণ্ড মুক্তি মোর্চা গোপীবল্লভপুর বাদে তিনটি আসনে প্রার্থী দিয়েছেন। আর দলের মধ্যে বাকি তিনটি আসনে তৃণমূল প্রার্থীদের হারানোর জন্য এহেন ‘অন্তর্ঘাতের’ বিষয় জানাজানি হতেই শোরগোল পড়েছে তৃণমূলের অন্দরে। শুধুমাত্র গোপীবল্লভপুর আসনটিতে কেন জেএমএমকে প্রার্থী দিতে ‘নিষেধ’ করা হল তা নিয়ে দলের সর্বস্তরে জোর প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও জানানো হচ্ছে বলে সূত্রের খবর। এদিন মনোনয়ন পত্র জমা করে মহকুমা শাসকের কার্যালয় থেকে বেরিয়ে আসার পর জেএমএম জেলা সভাপতি বাবলু মুর্মু ‘ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের’ কাছে ‘স্বীকার’ করে বলেন,‘গোপীবল্লভপুর আসনের জন্য প্রস্তাব এসেছে। চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ আপনারা কি তৃণমূল না বিজেপির সঙ্গে জোট করবেন ভোটে? উত্তরে বাবলু মুর্মু বলেন,‘এখনও আমাদের সঙ্গে কারো জোট হয়নি। সাংগঠনিক কি আলোচনা হয় তার উপর সিদ্ধান্ত নেওয়া হবে।’

Developed by