Breaking
25 Dec 2024, Wed

ঝাড়গ্রামে বিজেপি প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার মিছিলে নেই অবনী ঘোষ, অনুরণ সেনাপতি, জোর জল্পনা দলে!


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মঙ্গলবার ঝাড়গ্রাম বিজেপির জেলা কার্যালয় থেকে সুসজ্জিত মিছিল ঝাড়গ্রাম জেলার চার বিজেপি প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেন। মিছিলের পুরোভাগে চার প্রার্থী ছাড়াও ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম। কিন্তু ওই মিছিলে দেখা গেল না ঝাড়গ্রাম জেলা বিজেপির সাধারণ সম্পাদক অবনী ঘোষ এবং রাজ্যের যুব মোর্চার সম্পাদক অনুরণ সেনাপতিকে। কিন্তু দলের বিভিন্ন কর্মসূচিতে এই দুই নেতাকে একেবারে সামনের সারিতে দেখা যেত। এমনকি ঝাড়গ্রামে পরিবর্তন যাত্রার রথেই একেবারে সামনের সারিতেই ছিলেন এই দুই বিজেপি নেতা। হঠাৎই এদিনের অনুপস্থিতি ঘিরে দলের মধ্যে জোর জল্পনা শুরু হয়েছে। শহরে মিছিল শেষে বিজেপির চার প্রার্থী নয়াগ্রামের বকুল মুর্মু, গোপীবল্লভপুরের সঞ্জিত মাহাতো, ঝাড়গ্রামের সুখময় শতপথী ও বিনপুরের পালহান সোরেনরা একসঙ্গে মনোনয়ন পত্র জমা দিতে ঢোকেন।

Developed by