Breaking
1 Nov 2024, Fri

দলে ‘দ্বন্দ্ব’! আলাদা আলাদা সময়ে মনোনয়ন পত্র জমা দিতে ঢুকলেন ঝাড়গ্রামে তৃণমূলের চার প্রার্থী


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দলে ‘দ্বন্দ্ব’! আলাদা আলাদা সময়ে মনোনয়ন পত্র জমা দিতে ঢুকলেন ঝাড়গ্রামে তৃণমূলের চার প্রার্থী। মঙ্গলবার ঝাড়গ্রামের মহকুমা শাসকের কার্যালয়ে বিভিন্ন সময়ে এসে ঝাড়গ্রাম জেলার চারটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন। যা দেখে অনেকেই বলছেন,‘তৃণমূল এভাবে কোন মনোনয়ন পত্র জমা দেয়নি। এবার প্রথম আলাদা আলাদা সময়ে ঢুকে জমা দিলেন নিজেদের মনোনয়ন পত্র। প্রথমে নিজের কিছু ঘনিষ্ঠ চিকিৎসকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে ঢুকেছিলেন গোপীবল্লভপুরের তৃণমূল প্রার্থী খগেন্দ্রনাথ মাহাতো। পরে প্রবেশ করেন বিনপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবনাথ হাঁসদা। তারপর নয়াগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী দুলাল মুর্মু। এঁরা সকলে বেরিয়ে যাওয়ার মুহূর্তে প্রবেশ করেন ঝাড়গ্রাম কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা সাঁওতালি সিনেমার অভিনেত্রী বীরবাহা হাঁসদা। দলের চার প্রার্থী কেন একসঙ্গে মনোনয়ন জমা দিতে এলেন না? উত্তরে নয়াগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু বলেন,‘আমাদের সব দলীয় কর্মী ঠিক আছে। কিন্তু এত কম সময়ে আয়োজন করার ক্ষেত্রে অসুবিধা হয়েছে। সময় পেলে আমরা ব্যাপক ভাবে মিছিল করে দিতাম। আমাদের নতুন কিছু প্রার্থীর সবকিছু ঠিকঠাক করে জমা দেওয়ার ক্ষেত্রে বুঝে উঠতে সময় লেগেছে। আজকে আমাদের সব প্রার্থীই মনোনয়ন জমা দিয়েছেন।’

Developed by