Breaking
1 Nov 2024, Fri

মনোনয়ন পত্র জমা দিয়েও নীরব গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী খগেন্দ্রনাথ মাহাতো!


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মনোনয়ন পত্র জমা দিয়েও নীরব গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী খগেন্দ্রনাথ মাহাতো। মঙ্গলবার আলাদা আলাদা সময়ে মনোনয়ন পত্র জমা দিতে ঢোকেন ঝাড়গ্রাম জেলার তৃণমূলের চার প্রার্থী। এদিন ঝাড়গ্রামের মহকুমা শাসকের কার্যালয়ে বিভিন্ন সময়ে এসে ঝাড়গ্রাম জেলার চারটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। গোপীবল্লভপুরের তৃণমূল প্রার্থী তাঁর নিজের কিছু চিকিৎসকদের নিয়ে গিয়ে মনোনয়ন পত্র জমা দিতে ঢোকেন। তাঁর শুধুমাত্র প্রস্তাবক হিসেবে সাথে ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূলের সভাপতি কমল রাউৎ। দলীয় সূত্রে জানা গিয়েছে, মনোনয়ন পত্র জমা দেওয়ার ব্যাপারে জেলার বাকি তিন কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের কাগজপত্র ঠিক করা হয়েছে। কিন্তু সেখানে আসেননি গোপীবল্লভপুরের তৃণমূল প্রার্থী খগেন্দ্রনাথ মাহাতো। তিনি কেন দলের লোকেদের না নিয়ে নিজের ঘনিষ্ঠ লোকেদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন তা নিয়ে ইতিমধ্যে দলের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর বিনপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবনাথ হাঁসদা, নয়াগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী দুলাল মুর্মু, ঝাড়গ্রাম কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বীরবাহা হাঁসদা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেও গোপীবল্লভপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী খগেন্দ্রনাথ মাহাতো কোন প্রশ্নের উত্তর দেননি। তিনি শুধুমাত্র বলেন,‘পরে বলব।’ এমনকি পাশ কাটিয়ে দ্রুততার সঙ্গে হেঁটে বেরিয়ে যান খগেন্দ্রনাথ। তৃণমূল প্রার্থীর এহেন আচরণে দলের মধ্যেই প্রশ্ন উঠছে,‘যে জনপ্রতিনিধি হওয়ার জন্য ভোটের লড়াইয়ে নেমেছে সে যদি সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বলেন তাহলে সাধারণ মানুষের কি কাজ করবেন?’

Developed by